এইচএসসিতে ফেল করে আলমডাঙ্গার মাজহাদে কলেজছাত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষায় ফেল করে আলমডাঙ্গা মাজহাদ গ্রামের কলেজছাত্রী জোছনা খাতুন আত্মহত্যা করেছে। তার ইচ্ছে ছিলো আবার পরীক্ষা দেবে; কিন্তু পরিবারের লোকজন বিয়ের জন্য চাপাচাপি আর বকাবকি করতে থাকে। এ কারণেই জোছনা আত্মহত্যা করেছে বলে এলাকাসূত্রে জানা যায়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন খাদিমপুর ইউনিয়নের তাইজাল হোসেন শেখের মেয়ে জোছনা খাতুন (১৮) চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রী। এবার এইচএসসি পরীক্ষায় ফেল করলে বাড়ি থেকে নানা কটূক্তি করা হয় তাকে। এমনকি লেখাপড়া বাদ দিয়ে বিয়ের জন্য চাপাচাপি করতে থাকে বাড়ির লোকজন। এরই এক পর্যায়ে গত শুক্রবার সকালে ঘরের আড়ায় গলায় ফাঁস দেয় জোছনা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে সে মারা যায়।

Leave a comment