চুয়াডাঙ্গা ভিকুইন্স ইনস্টিটিউটের নিজস্ব ভবন অনুষ্ঠানে মেয়র টোটন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিকুইন্স ইনস্টিটিউট অব টেকনোলজির নিজস্ব ভবনের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এ ভবনের উদ্বোধন করেন। একই সাথে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। জেলা শহরতলির অদূরবর্তী ছাগল ফার্মের নিকটবর্তী স্থানে ভিকুইন্স ইনস্টিটিউট অব টেকনোলজির নিজস্ব সম্পত্তির ওপর নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল রোববার সকাল ১০টায়। মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। পরে ইনস্টিটিউট ভবনের নিচতলায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা অনেক পেছনে পড়ে ছিলাম। আমাদের পূর্বপুরুষেরা টিপসই ব্যবহার করেছে। এখন আর পিছিয়ে থাকলে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। সরকার আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ করে দিয়েছে। লেখাপড়ার ক্ষেত্রে আগে শুধু প্রাইমারিতে বই সরবরাহ করতো সরকার। আর এখন মাধ্যমিক পর্যায়েও বিনামূল্যে বই দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। তাই এসব সুযোগ কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। উন্নত জীবন গড়তে চাইলে লেখাপড়ার বিকল্প নেই। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজা হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জহুরুল ইসলাম জিম ও জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপপরিচালক মো. আবু জাফর ইকবাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও নবীন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন ছাত্র-ছাত্রীদেরকে বরণ করে নেয়া হয়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।