স্টাফ রির্পোটার: আলমডাঙ্গা ঘোলদাড়ির মধুপুর গ্রামের আইনউদ্দিনের বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্বার করেছে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত পরশু রাত পৌঁনে ২টার দিকে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ মধুপুর গ্রামের সানোয়ারের ছেলে আইনউদ্দিনের বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্বার করে। ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মজিদ জানান, সংবাদ পেয়ে দ্রুত মধুপুর গিয়ে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্বার করা হয়। আইনউদ্দিনের নামে কিছুদিন আগে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে মামলা হয়। সেই মামলা থেকে বাঁচতে বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু রেখে নাটক করছে কি-না পুলিশি তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। পুলিশ জানিয়েছে বোমা উদ্বারের বিষয়টি রহস্যজনক।