আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়স্থ ৩টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মোয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেজিস্টেশন না থাকায় ১২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে গতকাল বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুমোদনবিহীন ওষুধ রাখার কারণে সনি ফার্মেসিতে ১ হাজার টাকা ও সেলিম ফার্মেসিতে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পরে আরজু হোমিও হলে অভিযান চালিয়ে একই আদালত রেজিস্টেশন না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম শামসুজ্জামান। সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন।