দামুড়হুদা মডেল থানা পুলিশের আকন্দবাড়িয়ায় অভিযান
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা আকুন্দবাড়িয়ার মাদক সম্রাট পাপ্পু খোড়াকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই শিকদার মনিরুল ইসলাম মনির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা রশিক শাহর মাজারের নিকট থেকে পাপ্পু খোড়াকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় ফেনসিডিল বহনকারী লাল রঙের পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার এসআই মনির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার বজলু রহমানের ছেলে আবুল বাশার ওরফে পাপ্পু খোড়া এলাকার একজন চিহ্নিত মাদক সম্রাট ও স্বর্ণ চোরাচালানী। পাপ্পু খোড়া এলাকার অসহায় মানুষের হাতে ফেনসিডিল তুলে দেয়। আর ওই সমস্ত অসহায় নিরীহ লোকজন জীবন জীবিকার তাগিদে পাপ্পুর ফেনসিডিল বহন করে থাকে। মাঝে মধ্যে পুলিশ তাদের ধরে চালান দিলেও গডফাদার পাপ্পু থেকে যেতো ধরা-ছোঁয়ার বাইরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রাতে ওই মাদক সম্রাট পাপ্পুকে নিয়ে আবারও অভিযানে বের হয়। এলাকাবাসী জানায়, স্থানীয় পুলিশ, বিজিবিকে মাসোয়ারা দিয়ে পাপ্পু খোড়া ব্যবসা চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে। তার নামে চুয়াডাঙ্গা জেলার ৪টি থানায় মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। বছর দুয়েক আগে জীবননগর শিংনগরে সামাদের ওপর বোমা হামলা চালায় পাপ্পু খোড়া। পাপ্পুর ফেনসিডিল ধরিয়ে দেয়ার কারণে সামাদের ওপর বোমা হামলা চালানো হয়। পাপ্পু ফাঁড়ি পুলিশের সহযোগিতায় এ মামলা থেকে রেহায় পায়।