বঙ্গবন্ধুর ঘাতকরা জাতিকে আদর্শচ্যুত করতে চেয়েছিলো

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত

 

SAM_0327

ইসলাম রকিব: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী। সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা, ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সহপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা মহিলা আ.লীগের সভাপতি কোহিনুর বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশীদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, ছাত্রলীগ নেতা শফিউদ্দিন টিটু, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

DSC02335

সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বর থেকে শোকৱ্যালি বের করা হয়। শোকৱ্যালিতে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ৱ্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। সকাল সাড়ে ৯টায় জেলা আ.লীগের উদ্যোগে শোকৱ্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির প্রধান শোকৱ্যালিতে যোগ হয়। এ ৱ্যালিতে নেতৃত্ব দেন জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

ৱ্যালি শেষে শিল্পকলা একাডেমি চত্বরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। প্রথমে জেলা আ.লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চুয়াডাঙ্গা পৌর পরিষদ, মহিলা আ.লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, শ্রমিকলীগসহ আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি বলেন, ‘স্বাধীন-সার্বোভৌম বাংলাদেশের রূপকার বাংলার শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদিনে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে নীলনকশা এঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। শুধু সপরিবারে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বাংলা ও বাঙালির ইতিহাসও পাল্টে দেয়ার যড়যন্ত্র করতে থাকে। আজ সময় এসেছে এসব ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করে তাদেরকে প্রতিহত করার। বঙ্গবন্ধুকে যারা সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে তাদের মধ্যে অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এ শোকের দিনে আমাদের একমাত্র অঙ্গীকার হবে বাকি ঘাতকদের বিচার বাংলাদেশের মাটিতেই অতি দ্রুত কার্যকর করা। আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার, বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা হামিম হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক মুন্সি আবু সাইফ।

দুপুরে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস স্কুলে কাঙালী ভোজ, দোয়া ও মিলাদ মাহফিলের উদ্বোধন করেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন ত্রাণ বিষায়ক সম্পাদক খুস্তার জামিল, সহ-প্রচার সম্পাদক শওকত আলী, যুবলীগ নেতা আলী রেজা সজল, ৪ নং পৌর ওয়ার্ড সভাপতি বিট্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ. রশীদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির প্রমুখ।

চুয়াডাঙ্গা তালতলা স্কুলমাঠ, তেঁতুলতলা, কুটিরপাড়া ও গাদনতলায় কাঙালী ভোজের আয়োজন করা হয়। এ আয়োজনের সার্বিক ব্যবস্থায় ছিলেন আ. রশীদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর মেয়র জেলা আ.লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলনসহ শোক ও স্মরণ ৱ্যালি বের করা হয়। দলীয় কার্যালয় থেকে মোমবাতি ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরমোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের ফিরে আসে। দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুযাডাঙ্গা পৌর মেয়র অন্যতম আ.লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইয়েত বিন আজাদ সুস্তির, যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, অন্যতম নেতা মাসুদুর রহমান মাসুম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ। রুবেল, রানা, বেজীও, সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, রেদওয়ান আহমেদ রানা প্রমুখ। উপস্থিত ছিলেন- অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগ নেতা জীম, শিমুল, মমিন, রানা, মানা, মালেক, আসাদ, বিত্ত, মাছুম, রাকিব, মামুন, আশিক, সোহেল, কলিন্স, আলিফনুর, ইসরাইল, কাব্য, রোমেল, বাপ্পি, তামিম, ইব্রাহীম, সুমন, ফয়সাল, হীমু, মুজাম, অভি, পৌর ছাত্রলীগের তুহিন, রিস্তাক, আশিক, সঞ্চয়, হোসেন, চঞ্চল, সুইট, রেজুয়ান, শুভ সোহাগ, বিপ্লব, যুবলীগ নেতা নজর আলীসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়মাঠে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জীপু, সাবেক সহসভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ প্রমুখ।

বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান আহাম্মেদ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কালু, জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দিন, যুগ্মসম্পাদক ফরিদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সহসভাপতি হাসান, জাহাঙ্গীর, যুগ্মসম্পাদক মাফি, দপ্তর সম্পাদক তাপু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, বিপ্লব, প্রচার সম্পাদক জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠিনক সম্পাদক বাবু, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল, সাবেক জেলা ছাত্রলীগের নেতা ভুলন, ইসা, শিমু, ডেভিড প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সজল, শফিকুল, শান্তি, তাওরাত, সামাদ, মন্টা, আকিব, জনি, মিলন, আলামিন, সবুজ, টোটন, ইমরান, রাব্বি, তুষার, লিটন, জর্জ, রাকিব, মারুফ, প্লাবন, পিন্টু, হৃদয়, মালেক, তুহিন, শাওন, হাসিবুল, খাইরুল, অনিক প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কিছু বিপদগামী সেনাসদস্য বাংলার স্বাধীনতার লাল সবুজের পতাকা ও বাঙালির অস্তিত্বকে বিলীন করার জন্য এ হত্যাযজ্ঞ চালায়। যারা সেদিন এ কলঙ্কময় ও ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ করেছে তাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে জোর দাবি জানায়। সেই সাথে জামাত-শিবিরের আমির বেগম খালেদা জিয়াকে মিথ্যা জন্মদিন পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসায় শোক ৱ্যালি, বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা, দোয়া, মিলাদ মাহফিল, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন করা হয়। ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রুহুল আমিন, আবুল হাশেম ও প্রভাষক আতিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এবিএম হোসাইন। চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার।

চুয়াডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, সজল, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আশাদুজ্জামান জোয়ার্দ্দার লেমন, আ.লীগ নেতা লাঠু খান, বদর খান, রিপন, সাইদুর, শওকত আলী, কমিশনার রতনা, খোকন, যুবলীগ নেতা ফিট্টু, রাজু, জিল্লুর, বিপ্লবসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ কক্ষে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনাসভার আয়োজন করা হয়। মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।

চুয়াডাঙ্গা শিশু পরিবারে কাঙালি ভোজ আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিশু পরিবারের এতিম ও দুস্থ শিশুরা অংশগ্রহণ করে। কাঙালি ভোজ শেষে জাতীয় শোক দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক আবু নাসিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আতিয়ার রহমান।

ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে কুরআনখানি, হামদ, নাত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাংগাঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. শামশুজ্জোহা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডার আবু হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে অধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো.লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। রক্তদান কর্মসূচিতে ১০জন রক্তদান করেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটির উদ্যোগে শোকৱ্যালি বের করা হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব আহাদ আলী মোল্লা, সদস্য রেজওয়ানুর রহমান মিলন, সাইফুল ইসলাম, জোবায়ের আহম্মেদ সুমন, তসলিম উদ্দিন ফিরোজ, জিয়াউদ্দীন, তানজিলুর রহমান, রাজু আহমেদ সুমন প্রমুখ।

চুয়াডাঙ্গা শান্তিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে কমিটির সভাপতি আবুল কালাম।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী চুয়াডাঙ্গার সভাপতি অ্যাড. নওশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ.শু. বাঙ্গালী। উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষার্থী মেহেরাব্বিন সানভী, উদীচী ডিঙ্গেদহ শাখার সাইফুল ইসলাম, অরিন্দম-সম্পাদক আব্দুস সালাম সৈকত, প্রগতি লেখক সঙ্ঘের মকবুল হোসেন, সিপিবি নেতা লুৎফর রহমান, সাবেক ট্রেড ইউনিয়ন নেতা নিমাইপদ সিংহ রায়, বিএমএ চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ। বঙ্গবন্ধুকে নিবেদিত স্বনামধন্য কবিদের কবিতাসহ স্বরচিত কবিতা আবৃত্তি করেন দৈব তনয় পাত্র, সাজেদুল ইসলাম, আয়ুব আলী, মেহেদী হাসান, আব্দুস সামাদ, আশিকুজ্জামান আসাদ, শাহীন সুলতানা মিলী, অশোক দত্ত, আ. হামিদ ও অ্যাড. বজলুর রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ পাঠ করেন কাজল মাহমুদ। সঙ্গীত পরিবেশন করেন সুশান্ত বিশ্বাস, শাওন কুমার রায়, শেখ ফরিদ, মিলন অধিকারী, আরিফুজ্জামান, শুভ্রদেব, ডালিয়া, মঙ্গল, জুয়েল, বর্ষা, রুমা, তুষার, রাব্বি, শ্রীদাম, হিরো প্রমুখ। শেষে উদীচী-সদস্য শাওন কুমার রায় অঙ্কিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সাথে আলোক-শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছে, আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোকৱ্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ৱ্যালি শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক উপজেলা সভাপতি আয়ুব হোসেন, উপজেলা সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, আহমেদ হাসিব রেজা রাজা মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ, আতিয়ার রহমান, আলম হোসেন, সাবেক সম্পাদক শহিদুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক শাহীন রেজা, সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, মনা, পিন্টু, ফারুক, মিজান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, সম্পাদক আলাল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, কাফি, জাইদুল প্রমুখ।

অন্যদিক আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৮টায় উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের নেতৃত্বে অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৱ্যালি শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শাহবুদ্দিন আহমেদ সাবু, জেলা জাসদ আহ্বায়ক এম সবেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নুরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, থানা অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ, উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ প্রমুখ।

আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীনের নেতৃত্বে পৌর কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। পৌর মেয়র মীর মহিউদ্দীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, মতিয়ার রহমান, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, মীর উজ্জ্বল প্রমুখ। শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে চিলাভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকৱ্যালি, আলোচনানুষ্ঠান ও কাঙালিভোজের আয়োজন করা হয়। এরশাদপুর একাডেমী, আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ, এমএস জোজা কৃষি কলেজ, মীর সামসুদ্দীন আহমেদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শিশু একাডেমী আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে শোকৱ্যালি, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু একাডেমির আহ্বায়ক মাসুদ সালেহীন উৎপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সামসাদ রানু, আওয়ামী লীগ নেতা প্রভাষক টুটুল। সন্ধ্যায় আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মাছবাজার আড়ৎ সমিতির সভাপতি যুলীগ নেতা মতিউর রহমান ফারুকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ প্রমুখ।

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাওছার আহমেদ বাবলু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াকুব আলি, ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডু প্রমুখ।

আলমডাঙ্গার গাংনী ও খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোনাজাত ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়ে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, যুবলীগ জেলা সদস্য হাফিজুর রহমান হাপু, ছাত্রলীগ সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা আলম, গোলাম মোস্তফা, গোলাম মণ্ডল, সালাউদ্দিন, রহমতউল্লাহ, লুতফর, নাসির, ধুলু বিশ্বাস, খালেক, বেল্টু মেম্বার, মকলেছুর রহমান, যুবলীগ সম্পাদক আক্তার হোসেন, বাবলু, মোস্তাক, ইয়ামিন, মিল্টন, দিপু, ফকা, ইউনুস, খাইরুল, পাইলট, সাহাবুল, কামরুল, ঝন্টু, কাউছার, বিপুল, বজলু, বদু প্রমুখ। নঈম হাসান জোয়ার্দ্দার প্রথমে বেলা দেড়টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে হাঁপানিয়া যুবলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। তিনি নিজ হাতে খিচুড়ি বিতরণ করেন। গাংনী ইউনিয়ন আ.লীগের কাঙালিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রফিকুল হাসান, খেদের আলী, এমদাদুল হক, লাভলু প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমাডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুব লীগের উদ্যোগে ভালাইপুর মোড়ে ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশাদুজ্জামান কবির, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আমির হোসেনসহ ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ। কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলিক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, কলেজ পরিচালনা পরিষদের সদস্য জালাল উদ্দিন মহর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া , শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ৱ্যালি, আলোচনা, মিলাদ মাহফিল, কালোব্যাজ ধারণ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা করেন সভাপতি আব্দুল্লা আল মামুন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন প্রমুখ। তিতুদহের ৯টি ওয়ার্ডের অনুষ্ঠানে সার্বিক দেখ ভাল করেন আ.লীগ নেতা শুকুর আলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, বেগমপুর ইউনিয়নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আব্দুল বারী বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, আব্বাচ আলী প্রমুখ।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বদরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আওয়ালীগ এবং তার সংগঠন কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। বদরগঞ্জ ডিগ্রি কলেজ, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসা কর্মসূচি পালন করে। ৩নং কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন টাইগার, বদরগঞ্জ আঞ্চলিক শাখা আ.লীগের সভাপতি মো. রফিউদ্দিন বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দিবসটি পালন করে। বিকেলে কাঙালিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আব্দুল হান্নান, আ.লীগ নেতা নজরুল ইসলাম সোনা, রমজান আলী, কুতুব উদ্দিন, শাহার আলী, সালাউদ্দিন, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারী শিলন প্রমুখ বুকল প্রমুখ। মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে আ.লীগ নেতা আব্দুল হান্নান ও খলিলুর রহমানের নেতৃত্বে কাঙালিভোজ অনুষ্ঠিত হয়। সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের উদ্যোগে শোক ৱ্যালি বের হয়। নেতৃত্ব দেন বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান ও প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। এছাড়া মুন্সিগঞ্জ একাডেমী ও মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্মসূচি পালন করে। মোমিনপুর ইউনিয়ন আ.লীগ ও তার অঙ্গ সংগঠন দিবসটি পালন করেছে। ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা করা হয়। মুন্সিগঞ্জের

জামজামি প্রতিনিধি জানিয়েছেন, জামজামি বাজার সরকারি প্রাইমারি স্কুলে এসএমসি সভাপতি রিপন শাহ বিদ্যালয় চত্বরে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করেন। জামজামি সরকারি প্রাইমারি স্কুল মাঠে দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা আ.লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, আ. ওদুদ শাহ ডিগ্রী কলেজ, জড়ানপুর ইউনিয়ন পরিষদ, নতিপোতা ইউনিয়ন পরিষদ, নাটুদাহ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক ৱ্যালি, আলোচনা, মিলাদ মাহফিল, যুব ঋনের চেক ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের নেতৃত্বে এক শোক ৱ্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে স্থানীয় অডিটরিয়ামে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, আব্দুল মমিন মাস্টার, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামন নূপুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, প্রাথমকি শিক্ষা অফিসার নূর জাহান, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, দামুড়হুদা ইউনিয়ন আ.লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, মহাসিন আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমূখ । আলোচনা শেষে যুব ঋণের চেক বিতরণ ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুল দেন প্রধান অতিথি এমপি আলী আজগার টগর।

এদিকে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ডাকবাংলো চত্বরে আ.লীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা আমজাদ হোসেন, মিরাজুল ইসলাম, মহসিন আলী, নিশান তরফদার, জাহিদুল মেম্বার, পিন্টু প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছেন, দর্শনা পৌর আ.লীগের আয়োজনে জাতীয়, শোক ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোক ৱ্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের নেতৃত্বে বের করা হয় শোকৱ্যালি। কেরুজ স্মৃতিস্তম্ভে শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এমপি আলী আজগার টগর ও আজাদুল ইসলাম আজাদ। ৱ্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মাহফিল। শোকসভায় প্রধান অতিথি এমপি আলী আজগার টগর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার, বাঙালি জাতির প্রথিকৃৎ, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যে কুচক্রী মহল সপরিবারে হত্যা করেছিলো, বাংলার মানুষ ওই নরপশুদের ঘৃণাভরে ধিক্কার দেবে অনন্তকাল।’ পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যকালে আলোচনা করেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, উপজেলা প্রশাসেনের উদ্যোগে শোক ৱ্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা, মিলাদ-মাহফিল, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনা করা হয়। উপজেলা আ.লীগ পৃথক-পৃথক ভাবে শোকদিবসের কর্মসূচি পালন করে। এ উপলক্ষে জাতীয় ও শোকদিবসের পতাকা উত্তোলন, আলোচনাসভা ও মিলাদ-মাহফিলের আয়োজন করে। দুপুরে শাপলাকলি স্কুল মাঠে আয়োজিত কাঙালি ভোজ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর আ.লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যু্গ্মসাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারমান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। যুবলীগ আহ্বায়ক আ. সালাম ইশার পরিচালনায় অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। সকালে উপজেলা ক্যাম্পাস হতে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল ও ইউএনও নুরুল হাফিজের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি শহর প্রদক্ষিণ করে।

ভ্রাম্যমা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ দিন ব্যাপি কর্মসূচি গ্রহন করেন। অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

কুড়লগাছি প্রতিনিধি জানিয়েছেন, কুড়ুলগাছি , কার্পাসডাঙ্গা, নাটুদা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন: আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার জাতীয় শোক দিবস পালন কমিটির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। পৃথক পৃথক কর্মসুচি পালন করা হয়। উভায়পক্ষ সকালে দলীয় কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনপূর্বক কালোব্যাজ ধারণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। বিকালে ৱ্যালী, আলোচনাসভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, শোকৱ্যালি, আলোচনাসভা, কাঙালিভোজ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে গতকাল শনিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোকৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গার্ড অব অনার প্রদান করে এবং উপস্থিত সকলেই এক মিনিট নীরবতা পালন করে। এরপর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা কমান্ডার বশির আহমেদ, পৌরসভার পক্ষে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন মহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সাবেক সভাপতি শামীম আরা হীরা, জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের নেতৃত্বে শহরের হোটেল বাজার এলাকা থেকে একটি শোকৱ্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা পরিষদের পক্ষে প্রশাসক অ্যাড. মিয়াজন আলী, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, সদর থানা আওয়ামী লীগের পক্ষে গোলাম রসুল প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যায়ক্রমে জেলা কৃষক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাস্তুহারা লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডা. রমেশ চন্দ্রনাথ, ডা. অলোক কুমার দাস, তাপস কুমার সরকার, ডা. আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয় জেলা শহরসহ জেলার বিভিন্ন গ্রামগঞ্জে কাঙালিভোজের। জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক এমপি জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়াল আহমেদ রুপক, সাবকে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত আলোচনাসভা ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের বাড়ির সামনে মহিলা আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হিরা, সামিউন বাশিরা পলি, লতিফুন নেচ্ছা লতা, নার্গিস আরা পারভীন, নূরন্নাহার, রুনু কামাল, তানজিদা পারভিন প্রমুখ। এর আগে জেলা কৃষক লীগের উদ্যোগে শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআনখানি শেষে সকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজি শহিদুল হক প্রমুখ দোয়া মাহফিলে অংশ নেন।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপিতে শোকৱ্যালি, আলোচনাসভা, স্বেচ্ছায় রক্তদান, কাঙালিভোজ ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে শোকৱ্যালি বের করা হয়। এছাড়া আমঝুপি ইউনিয়নের হিজুলি, খোকসা, রঘুনাথপুর, চাঁদবিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিজ নিজ এলাকায় কাঙালিভোজের আয়োজন করে। এদিকে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের বারাদী কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করে। বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলতাফ আলী, সাধারণ সম্পাদক মুনছুর আলী প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সকালে উপজেলা পরিষদ চত্বরে শোকদিবসের আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা এমপি সেলিনা আখতার বানু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক ৱ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষকসহ বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণের ফলে গাংনী বাজার বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ৱ্যালিটি বিস্তার লাভ করে। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে শহরের প্রধান সড়কে এক শোক ৱ্যালি করা হয়। ৱ্যালিটি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এমপি মকবুল হোসেনসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, পৌর মেয়র আহম্মেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, জেলা ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম, নারী নেত্রী নুর জাহান বেগম, জেলা কৃষকলীগের সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, যুবলীগ নেতা আল ফারুক ও আশিকুর রহমান আকাশসহ নেতৃবৃন্দ।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আঝুপিতে আমঝুপি ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। এ সময় ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমানসহ আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বারাদী প্রতিনিধি জানিয়েছে, বারাদী ইউনিট আ.লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আ.লীগ যুবলীগ ও শ্রমিকলীগের সকল নেতাকর্মী এক সাথে কাঙালি ভোজের আয়োজন করে। সারাদিনের আয়োজন শেষে বিকাল পাঁচটায় নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অপরদিকে বারাদী বাজারের সলেমান টাওয়ারের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন পণ্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ। ছাত্রলীগের আয়োজনে পুরাতন দরবেশপুরে জাতীয় শোক দিবস পালন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসআই রিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরিফুল ইসলাম লিটন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাল্টু, লিটন, মোমিনুল, সেকেন্দার আশাদুল গোলাম সুজন ছমির শাহীন জহুরুল নুরনবী আবদুল ও হাসান।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শোকদিবস পালিত হয়েছে। সুর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। শোক ৱ্যালি নিয়ে মুজিবনগর কমপ্লেক্স মানচিত্র সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর হয়।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন আ.লীগের উদ্যেগে জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা,কাঙালি ভোজ ও দোয়া মাহাফিল। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন সাধুহাটি ইউনিয়ন আ.লীগের সহসভাপতি প্যানেল চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বালিকা বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন স্কুল কমিটির সভাপতি ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।