নিউজিল্যান্ডকে হারালো দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের বিপক্ষে দু ম্যাচ সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ জিতলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় প্রোটিয়াসরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। টি-২০র ১৩ মোকাবেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ১০ম জয় প্রোটিয়াসদের।

ডারবানে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন সফরকারী দু ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন তারা। এজন্য বল খেলেছেন ৪৮টি। অষ্টম ওভারের শেষ বলে উইলিয়ামসনকে ব্যক্তিগত ৪২ রানে থামিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন এ্যারন ফাঙ্গিসো। উইলিয়ামসনের ২১ বলের ইনিংসে আটটি চার ছিলো। ৫টি বাউন্ডারিতে ৪২ রান করে ফিরেছেন গাপটিল। অবশ্য উইলিয়ামসনের মতো অতটা মারমুখী ছিলেন না তিনি। ৩৭ বল মোকাবেলা করেন গাপটিল। এরপর দলের স্কোরটা সামনের দিকে টেনে নেয়ার পথেই ছিলেন জিওর্জি ওয়ার্কার। কিন্তু অন্যপ্রান্ত দিয়ে দলের মিডল-অর্ডার ব্যাটসম্যানদের যাওয়া আসা ওয়ার্কার পরখ করেছেন কষ্ট নিয়ে। এর মাঝেও ৩টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ২৮ রান করে থামেন ওয়ার্কার। আর শেষদিকে টম লাথামের ১২ ও ডগ ব্রেসওয়েলের ২ বলে ৭ রান নিউজিল্যান্ডকে এনে দেয় ১৫১ রানের পুজি। এজন্য তাদের পতন হয়েছে ৮টি উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা, ডেভিড ওয়াইস ও ফাঙ্গিসো ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মরনে ভ্যান উইক ১৯ করে ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন হাশিম আমলা ও অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। ৩৪ বল মোকাবেলা করে ৫০ রান যোগ করেন তারা। মাটির স্পর্শে পাঁচবার বলকে সীমানা ছাড়া করা ডি ভিলিয়ার্স ২১ বলে করেন ৩৩ রান। দলকে জয় থেকে ৬৭ রান দূরে রেখে প্যাভিলিয়নে জায়গা করে নেন ডি ভিলিয়ার্স। তাতে ভড়কে যাননি আমলা। কারণ চার নম্বরে নামা রিলি রোসৌও উইকেটে গিয়ে মারমুখী ভঙ্গিতে স্কোরবোর্ডে রান জড়ো করতে থাকেন। তাতেই দক্ষিণ আফ্রিকার জয়ের পথ পুরোপুরিভাবেই পরিষ্কার হয়ে যায়। তবে জয় থেকে ৮ রান দূরে থাকতে রোসৌ ও আমলার বিদায়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে প্রোটিয়াসরা। কিন্তু চিন্তার রেখা বড় হতে দেননি ডেভিড মিলার ও ফারহান বেহারদিয়েন। পঞ্চম উইকেটে দলের জয় ৬ উইকেটে নিশ্চিত করেন মিলার ও বেহারদিয়েন। আমলা ৪১ বলে ৪৮, রোসৌ ২০ বলে ৩৮ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। ২৯ রানে ২ উইকেট শিকার করায় ম্যাচের সেরা হয়েছেন ফাঙ্গিসো। আগামীকাল সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০।

Leave a comment