চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি বাগুন্দায় গরু পোষাণি দিয়ে চরম বিপাকে গৃহকর্তা

 

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বাগুন্দা গ্রামে গরু পোষাণি দিয়ে চরম বিপাকে পড়েছে সাতগাড়ি গ্রামের আব্দুল ওহাব সোনা মিয়া। গ্রামে দু দফা সালিস বৈঠক করে পোষাণি দেয়া ৩টি গরু উদ্ধার করতে পারেনি গৃহকর্তা।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের বাসিন্দা পৌর ভূমি অফিসের পিয়ন আব্দুল ওহাব সোনা মিয়া। তিনি এক বছর আগে ৩টি গরু পোষাণি দেন আইলহাস ইউনিয়নের বাগুন্দা গ্রামের বুদোই মণ্ডলের ছেলে মানোয়ার হোসেনের কাছে। কিছুদিন আগে মানোয়ার গরুমালিককে না জানিয়ে গ্রামের সাইদুর ও মুকুলের সহযোগিতায় গরু বিক্রি করে দেন। গরুমালিক ওহাব মিয়া জানান, মানোয়ার দুর্ধর্ষ প্রকৃতির লোক। গরু দেয়া যাবে না বলে সে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। গরুগুলো বাগুন্দা গ্রামের রহমানের কাছে বিক্রি করা হয়েছে। তিনি দাবি করেন, গরু ৩টির দাম প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। এ ব্যাপারে মানোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।