দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী ও দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে।
জানা গেছে, গত শুক্রবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে কাপড়পোড়া গ্রামের আতিয়ার রহমান আতু ও তার দ্বিতীয় স্ত্রী মমতা প্রথম স্ত্রী বুলুয়ারা খাতুনকে (৩৮) লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। বেদম প্রহারে সে জ্ঞান হারিয়ে ফেললে অবস্থা বেগতিক দেখে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। বুলুয়ারা খাতুন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বুলুয়ারা খাতুন মারা যায়। এ ব্যাপারে শনিবার দুপুরে দৌলতপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আতু ও দ্বিতীয় স্ত্রী মমতা পালাতক রয়েছে।