শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আ.লীগ কর্মীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় বিদ্যুতের পোলে উঠে শোক দিবসের ব্যানার টাঙাতে গিয়ে আহত আব্দুর রশিদ নামের আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২৮ নম্বর ওয়ার্ড আ.লীগের কর্মী। তার বাড়ি কাজলা ফুলতলা এলাকায়। তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে। সূত্র মতে, হাসপাতালে আনার পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। পরে বিকাল তিনটা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। বিদ্যুতের শক ছাড়াও পোল থেকে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে আব্দুর রশিদ শোক দিবসের শ্রদ্ধাঞ্জলির দলীয় ব্যানার টাঙ্গাতে তালাইমারী এলাকায় বিদ্যুতের পোলে ওঠেন। এ সময় পোলের বিদ্যুতের তার থেকে তিনি অসাবধানতাবশত স্পৃষ্ট হন। এতে তিনি মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে। পরে বিকালে তিনি মারা যান।

Leave a comment