মেহেরপুর আই কেয়ার ক্লিনিকের উদ্বোধন

 

মেহেরপুর অফিস: ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে দিনব্যাপি বিনামূল্যে চক্ষুরোগীদের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা প্রদান শেষে মেহেরপুর আই কেয়ার ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আই কেয়ার ক্লিনিকের উদ্বোধন করেন।

                গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে শহরের যাদবপুর সড়কে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা বিএমর সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস ও জুনিয়র কনসালটেন্ট ডা. তাপস কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর আই কেয়ার ক্লিনিকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফতাব আলী খান। এর আগে দিনব্যাপি চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মতিউর রহমানের তত্ত্বাবধানে ২৬২ জন চক্ষুরোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।