ফেসবুকের ব্রেকিং নিউজ অ্যাপ

 

মাথাভাঙ্গা মনিটর: আসছে ব্রেকিং নিউজ অ্যাপ্লিকেশন। মোবাইলফোনে ব্রেকিং নিউজ দিতে স্বতন্ত্র এ অ্যাপটি তৈরি করছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে অ্যাপটি কবে উন্মুক্ত হবে সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের একটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার সম্প্রতি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছে। এতে কোন প্রতিষ্ঠানের ব্রেকিং নিউজ থাকবে তা নিয়ে এখন আলোচনা চলছে।

অ্যাপটি যেভাবে কাজ করবে- প্রথমে ফেসবুকের নতুন একটি অ্যাপ ফোনে ডাউনলোড করতে হবে। এরপর কোনো সংবাদ মাধ্যমের কোন বিষয়ের খবর পেতে আগ্রহী তা নির্বাচন করতে হবে। ব্রেকিং নিউজের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলো মোবাইল নোটিফিকেশন তৈরি করে ফলোয়ারদের কাছে অ্যালার্ট হিসেবে পাঠাবে। এতে ১০০টি অক্ষরের টেক্সট ও খবরের লিংকটি দেয়া যাবে। পাঠক এ লিংকে ক্লিক করলেই সরাসরি সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে চলে যাবেন এবং খবরটি পড়তে পারবেন।

Leave a comment