একদিনে ৪ পরীক্ষা : বিপাকে কয়েক হাজার চাকরিপ্রার্থী
স্টাফ রিপোর্টার: একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার, সমবায় অধিদপ্তরের অধীনে পরিদর্শক-সহকারী পরিদর্শক এবং বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা থাকায় চরম বিপাকে পড়েছে কয়েক লাখ চাকরিপ্রার্থী। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এসব পরীক্ষাসূচি পরিবর্তন করার দাবিও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ আগস্ট শুক্রবার ১৭ জেলায় প্রাথমিকের লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৫০ হাজার ৭৬৫ জন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ আগস্ট। ২৮ আগস্ট শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এনটিআরসিএ’র পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ায় প্রাথমিকের পরীক্ষায় অংশ নেয়া হবে না অনেক প্রার্থীর। এনটিআরসিএ কর্তৃপক্ষ এ নিয়ে কিছু না বললেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্র নাথ রায় জানিয়েছেন, ওইদিনে কোনো পরীক্ষা আছে বলে তারা জানতেন না। মন্ত্রণালয়ের একটি সভায় এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন বিয়য়টি নিয়ে আলোচনা করা হবে। আগামী ২৮ আগস্ট শুক্রবার দ্বিতীয় ধাপে ১৭ জেলায় বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৪ আগস্ট প্রাথমিকে শিক্ষক নিয়োগের তারিখ নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ১৭ এপ্রিল নিবন্ধন পরীক্ষার সূচি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। দু পরীক্ষার তারিখ নির্ধারণে সমন্বয়হীনতাকে দায়ী করেন পরীক্ষার্থীরা। এনটিআরসিএ’র অধীনে ২৯ আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেয়া হবে। এতে অংশ নেবে ৩৪ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী। গত ১২ জুন অনুষ্ঠেয় পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার ৯৩১, অর্থাৎ মোট ৪ লাখ ৮০ হাজার ৬৭০ প্রার্থী অংশ নেবেন। গত ২১ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আগে স্কুল ও কলেজ উভয় পর্যায়ে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা একই দিন বিরতিহীনভাবে গ্রহণ করা হতো। এবারই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আলাদা দিনে নেয়া হচ্ছে। প্রিলিমিনারি টেস্ট ২০টি জেলাভিত্তিক কেন্দ্রে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ধাপের পরীক্ষা শুধু ৭ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ’র সদস্য ফাতেমা বেগম বলেন, বিষয়টি নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন। গত ১১ আগস্ট কৃষি ব্যাংকের উপব্যবস্থাপক আ.ন.ম হানিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষা সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।