দর্শনার জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক

 

সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রস আলোচনা

দর্শনা অফিস: ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে দর্শনা জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ’র সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সীমান্তে বিরাজমান সমস্যা সমাধানে ফলপ্রসু আলোচনা করেছেন দু দেশের সীমান্তরক্ষী কর্মকর্তারা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ভারতের ১১৩ বিএসএফ’র ব্যাটালিয়নের ডিআইজি পুষ্পেন্দ্র সিং রাথোরের নেতৃত্বে বিএসএফর প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলার সংলগ্ন সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়। জয়নগর সীমান্তের বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হয় সোয়া ৫টার দিকে। সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর দফতরের সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল হেলা হেন মং। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান, ৪৭ বর্ডার গার্ডের পরিচালক আবুল কালাম আজাদ, কুষ্টিয়া সদর দফতরের অতিরিক্ত পরিচালক তারেক মাহমুদ সরকার, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অতিরক্তি পরিচালক মেজর আনোয়ার জাহিদ, বিএসএফ’র ৮১ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী বিএস পাণ্ডে, ১১৩ ব্যাটালিয়নের কমান্ডার মহিন্দার কুমার, গুরুপীত, স্টাফ অফিসার ধর্ম প্রকাশসহ বিজিবি-বিএসএফ কর্মকর্তারা। সৌজন্যমূলক এ বৈঠকে সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনসহ মাদক, নারী ও শিশু পাচার রোধ, তারকাঁটার বেড়া না কাটা, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

Leave a comment