মাথাভাঙ্গা মনিটর: চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণের ৩৬ ঘণ্টা পরও জ্বলছে আগুন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। আহতের সংখ্যা ৭২০ পেরিয়ে গেছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে। শুক্রবার উদ্ধারকারীদল ধ্বংসস্তূপের মধ্য থেকে একজন জীবিতকে খুঁজে পেয়েছে। বিস্ফোরণের ৩২ ঘণ্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে আছে ২১ জন দমকলকর্মী। বহু দমকলকর্মী এখনে নিখোঁজ। তিয়ানজিনের দমকল বিভাগের প্রধান ঝোউ তিয়ান সাংবাদিকদের বলেন, ১৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে ১ হাজারেরও বেশি দমকলকর্মী শুক্রবারও বিস্ফোরণস্থলের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিয়ানজিন পোর্ট গ্রুপ কোম্পানি বলেছে, তাদের ডজনখানেক কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুইহাই লজিস্টিকস কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের পন্যের মধ্যে আছে বিভিন্ন বিষাক্ত রাসায়নিকসহ কমপ্রেসড গ্যাস এবং দাহ্য তরলও। এগুলো পানির সংস্পর্শে এলে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের সময় কোম্পানিটির অয়্যারহাউজে কি কি ছিলো এবং কি কারণে বিস্ফোরণ ঘটলো তা এখনো জানা সম্ভব হয়নি বলে শুত্রবার জানিয়েছন নগরীর কর্মকর্তারা।