জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির শ্রীনগরে এক শিশু সর্প দংশনে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারসহ গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, আলমডাঙ্গা শ্রীনগরের কৃষক মাজহারুল ইসলামের ছেলে ৩য় শ্রেণির ছাত্র শিশু শাইখ (৮)। অন্য রাতের ন্যায় গত পরশু বৃহস্পতিবার মধ্যরাতে ঘুম ভেঙে শাইখ বলতে থাকে তার নিঃশ্বাস আটকে আসছে ও জ্বলে যাচ্ছে তার শরীর। গতকাল সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে স্নেকভেনম সরবরাহ নেই বলে ভর্তি না করে ফিরিয়ে দেয়া হয়। ফেরার পথে সকাল সাড়ে ৭টার দিকে শিশু শাইখের মৃত্যু হয়। গতকাল বাদ জুম্মা শিশু শাইখের দাফন সম্পন্ন করা হয়।