মেহেরপুর সিংহাটির এক বিধবা পেলেন মাথা গোঁজার ঠাঁই

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের পশ্চিমপাড়ার এক অসহায় বিধবা মহিলার মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম। তিনি তাকে টিনের ঘর করে দেয়াসহ ঘরে সৌরবিদ্যুত সংযোগ এবং বাড়ির আঙিনায় টিউবওয়েল স্থাপনসহ স্বাস্থ্যসম্মত পায়খানা করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি অসহায় বিধবা মহিলা ফাতেমা খাতুনের নিকট ওই বাড়ি হস্তান্তর করেছেন।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন মারজেল আলী। তিনি ৩ কন্যাসন্তানের জনক ছিলেন। মাত্র ৯ দিন আগে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি নিজের সহায় সম্পদ বিক্রি করে দু কন্যা লতা খাতুন ও রুবিনা খাতুনকে বিয়ে দিয়ে যান। ছোট মেয়ে সজনী ও স্ত্রী ফাতেমা খাতুনকে নিয়ে তিনি অসহায়ভাবে দিন কাটাতেন। তিনি ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটার লেবার ছিলেন। স্বামী মারা যাওয়ায় স্ত্রী ফাতেমা খাতুন (৪৫) কন্যা সজনীকে নিয়ে বিপাকে পড়েন। সজনী বর্তমানে ৩য় শ্রেণির ছাত্রী।