দিবা-রাত্রির টেস্ট খেলার পরিকল্পনা বাদ দিয়েছে পিসিবি

 

মাথাভাঙ্গা মনিটর: দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য পাকিস্তানের দেয়া কমলা রঙের বল ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজেদের পরিকল্পনা বাদ দেয় পিসিবি।

ঘরোয়া ক্রিকেটে গোলাপি এবং কমলা রঙের বল দিয়ে পাকিস্তান অনেক পরীক্ষা চালিয়েছে এবং টেস্ট ক্রিকেটে তারা কমলা রঙের বল ব্যবহারের প্রস্তাব দিয়েছিলো। কিন্তু আইসিসি তা অনুমোদন দেয়নি। সুত্রটি জানায়, নিজস্ব পরীক্ষা করার পর আইসিসি দেখেছে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের জন্য গোলাপি রঙের বল অনেক বেশি ব্যবহার যোগ্য।

পাকিস্তানই সবার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। পিসিবির ওই সূত্রের দাবি, ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির কায়েদ-এ আজম ট্রফিতে পাঁচ দিনের দুটি ফাইনালে আমরা ফ্লাড লাইট ব্যবহার করেছি এবং কমলা রঙের বল দিয়ে পরীক্ষা করে সফল হয়েছি।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২০১২/১৩ মরসুমে শ্রীলঙ্কার বিপক্ষে একটি আমরা একটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কা বোর্ড সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। আইসিসির সিদ্ধান্তের পর আমাদের পদক্ষেপ ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি এবং এ কারণে আর পরীক্ষা নিরীক্ষা চালানোর পরিকল্পনা আমাদের নেই।

এ কারণেই পাকিস্তান আগামী শীতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তবে এখন এ বছরই অস্ট্রেলিয়াতে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা কেমন হয় দেখব এবং এরপর আমরা প্রথম শ্রেণির দিবা-রাত্রির ম্যাচ শুরু করতে পারি। হতে পারে আগামী বছর আমরা দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করতে পারি। সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ এশিয়ার ভেন্যুগুলো দিবা-রাত্রির টেস্টের জন্য আদর্শ বলে মনে করছে পাকিস্তান। তাই পিসিবি এটার পক্ষে ছিল বলেও জানান তিনি।

Leave a comment