চুয়াডাঙ্গায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

DSC07132

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শর্তহীনভাবে জুলাই ২০১৫ থেকে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির (বাশিস) আয়োজনে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বেলা ১টার দিকে শহীদ হাসান চত্বরে ৪ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে শিল্পকলা একাডেমী চত্বরে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষকবৃন্দ শহীদ হাসান চত্বরে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।

অধ্যাপক শেখ সেলিম বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। অথচ সেই শিক্ষকরাই আজ সমাজের সবচেয়ে অবহেলিত। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, আগামী বছরের জানুয়ারী মাস থেকে শর্ত সাপেক্ষে শিক্ষক কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হবে। যা খুবই দুঃখজনক। বেসরকারি শিক্ষকেরা সামান্য বেতন ও ভাতা পান। কিন্তু একই সিলেবাস এবং কারিকুলামে পাঠদান করা হলেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য আকাশ পাতাল। এই বেতন বৈষম্য শিক্ষার মান ব্যাহত করছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া, ৩০০ টাকা চিকিৎসা ভাতা, ১২০ টাকা বার্ষিক ইনক্রিমেন্ট ও ২৫ শতাংশ ঈদ বোনাস পান যা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন করা খুবই জটিল হয়ে যাচ্ছে।

আরও বক্ত্য রাখেন- শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুর রব, বাশিস নেতা খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার অধিকারী, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান ইমাম, জীবননগর, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, ডিঙ্গেদহ দাখিল মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষক সমিতির সহসভাপতি ও সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুর আলমসহ প্রমুখ। এছাড়া যদি বেসরকারি এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক কর্মচারীদের জাতীয় পে-স্কেল থেকে বঞ্চিত করা হয় তাহলে দেশব্যাপি বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম।

Leave a comment