চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

মাথাভাঙ্গা মনিটর: চীনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি গুদামে এ ঘটনা ঘটেছে। চীনের কর্মকর্তারা বলছেন, সেখানকার সময় রাত সাড়ে এগারোটার দিকে পর পর দুটি বিস্ফোরণ ঘটেছে। যার ধাক্কা পৌঁছে গিয়েছিলো কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। প্রথম বিস্ফোরণটির শক্তি ছিলো তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিলো ২১ টন টিএনটির মতো। চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলোতে ফাটল দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে। বহু দূর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতঙ্কে বাইরে ছুটছিলেন। ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে।