আন্দুলবাড়িয়ার নাবালের মাঠের খালে বাঁধ দিয়ে মাছচাষ : ফসলের ক্ষতি

 

জীবননগর ব্যুরো: জীবননগর আন্দুলবাড়িয়ার নাবালের মাঠের খালে মাছচাষের জন্য এক শ্রেণির অসাধু ব্যক্তি বাঁধ দিয়েছে। বর্ষার ভরা মরসুমে বাঁধ দেয়ায় অতিবর্ষণের পানি খাল দিয়ে নামতে না পেরে নাবালের মাঠ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ মাঠের হাজার হাজার বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকগণ প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, বর্ষার অতিবর্ষণে আন্দুলবাড়িয়ার নাবালের মাঠে পানি জমে গেছে। নাবালের খাল এখন পানিতে পরিপূর্ণ। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যক্তি নাবালের খালে মাছচাষের জন্য বাঁধ দিয়েছে খালের মুখে। এতে খালের পানি নিষ্কাশন না হওয়ায় নাবালের মাঠ ডুবে গেছে। ফলে নাবালের মাঠসহ ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকগণ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় তারা প্রতিকার চেয়ে আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করে। ইউপি চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেছেন বলে জানা গেছে।