মাথাভাঙ্গা মনিটর: গৃহযুদ্ধকবলিত সিরিয়ার তিন শহরে সরকারপন্থি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ৪৫ ঘণ্টার বিরল অস্ত্রবিরতি শুরু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে যাবাদানি এবং ইদলিব প্রদেশের ফুয়া ও কাফরায়া শহরে অস্ত্রবিরতি শুরু হয় বলে জানিয়েছে একটি টিভি চ্যানেল। দামেস্কের তিন সরকারি কর্মকর্তা বলছেন, তুরস্ক এবং ইরানের একমাসের নজিরবিহীন মধ্যস্থতার পর এ অস্ত্রবিরতি সম্ভব হয়েছে। এর ফলে লেবানন সীমান্তের বিদ্রোহী ঘাঁটি এবং উত্তর-পশ্চিমের সরকার নিয়ন্ত্রিত ফুয়া ও কাফরায়া খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো সহজ হবে। অস্ত্রবিরতির কারণে একদিকে বিদ্রোহীদের মধ্যে এবং অন্যদিকে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহর মধ্যে লড়াই থেমেছে। বিদ্রোহী গ্রুপ আহরার আল-শাম এবং লেবাননের হিজবুল্লাহ অস্ত্রবিরতিতে সম্মত হয়। এ পর্যন্ত লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটি আরো জানায়, যাবাদানি থেকে বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেয়া এবং সরকার-নিয়ন্ত্রিত দুটো শহরের অবরোধের অবসান ঘটানো নিয়ে আলোচনা চলছে।