মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রেফার করলে তাকে ঢাকা হেলথ এইড হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বুকের ব্যথা অনুভব করেন। তার ডান হাতসহ শরীর অকেজো হয়ে পড়ে। তাকে তার পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন। গত পরশু বিকেলে তাকে সেখানে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হেলথ এইডে রেফার করেন। গতকাল বুধবার তার অবস্থার আরও অবনতি হয়।
গতরাত ১২টার দিকে মোবাইলফোনে তার স্ত্রী মাথাভাঙ্গাকে জানান, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা চলছে। আজ-কালের মধ্যে বড় ধরনের অপারেশন করা হতে পারে। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।