মাথাভাঙ্গা মনিটর: ভারতের নেসলের বিরুদ্ধে ভোক্তাদের পক্ষ থেকে ৬৪০ কোটি রূপি ( ৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণের মামলা করেছে দেশটির সরকার বিধিবহির্ভূত বাণিজ্যচর্চা এবং ভেজালপণ্য বিক্রির অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়েছে। ভারতে নেসলে-ই প্রথম কোনো বিদেশি প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে ভোক্তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হলো। গত সপ্তায় ভারতের খাদ্য নিরাপত্তা মান অনুযায়ী ম্যাগি নুডলস নিরাপদ বলে ছাড়পত্র দেয় গোয়ার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। চলতি বছরের জুনে ভারতজুড়ে ম্যাগি নুডলস নিষিদ্ধ হওয়ার পর এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে তা চ্যালেঞ্জ করেছিলো। ওই সময় ভারতের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি (এফএসএসএআই) ম্যাগি নুডলসকে মানুষের জন্য অনিরাপদ এবং ক্ষতিকর বলে জানিয়েছিলো। প্রসঙ্গত, জুনে ভারতের কয়েকটি রাজ্য ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে বাজার থেকে এ খাদ্যপণ্যটি সরিয়ে নিতে বাধ্য হয় নেসলে।