কুষ্টিয়া প্রতিনিধি: সারাদেশে ব্লগার ও শিশু হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা গণজাগরণ মঞ্চের সংগঠক জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্মসম্পাদক শাহিন সরকার, কুষ্টিয়া জেলা সিপিবির সভাপতি রফিকুল ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক শফিউর রহমান শফি, কুষ্টিয়া জেলা জাসদের সংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি শাহাজাহান আলী, কুষ্টিয়া চিত্র সংসদের সাধারণ সম্পাদক মীর জাহিদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, পৌর যুবজোটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কুষ্টিয়া শহর শাখার সভাপতি কুহেলী ফাতেমা ফেরদৌস, সরকারি কলেজ শাখার সভাপতি সানজিদা সরোয়ার, ইবি থানার আহ্বায়ক রাশিব রহমান প্রমুখ। সভায় বক্তারা ব্লগার ও শিশু হত্যাকারীদের দ্রুত বিচার আইনের মধ্যে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।