বধ্যভূমি পরিদর্শন : বিদ্যালয় ভবন ও বৃক্ষমেলা উদ্বোধন

হুইপ ছেলুন জোয়ার্দ্দা এমপির আলমডাঙ্গায় একটি ব্যস্ততম দিন

 

আলমডাঙ্গা ব্যুরো: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল বুধবার আলমডাঙ্গায় ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন। তিনি আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। এছাড়াও তিনি আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও দলীয় কার্যালয়ে মতবিনিময়সভায় মিলিত হন।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি নির্মাণাধীন আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করতে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু, পৌর সভাপতি আবু মুসা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার প্রমুখ।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হন। এ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট একটি নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপুর সভাপতিত্বে প্রায় সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম অপু মোল্লা, শেখ আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, রহমান তরফদার। উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি গৌতম কুমার পাল, মোল্লা আনোয়ারুজ্জামান, শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ, জেলা আওয়ামী লীগ নেতা কাউসার আহমেদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী লিপু মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আহসান উল্লাহ, খবির উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রেজা, সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর যুবলীগ সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক সোনাহার প্রমুখ। শেষে ফিতে কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন হুইপ।

দুপুর সাড়ে ১২টার দিকে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার প্রবেশ দ্বারের ফিতে কেটে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ, জেলা আওয়ামী লীগ নেতা কাউসার আহমেদ বাবলু, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত,আসাবুল হক ঠাণ্ডু, জিনারুল ইসলাম বিশ্বাস, আব্দুল হালিম, সমীর কুমার দে, আব্দুল হান্নান, রুন্নু চেয়ারম্যান, মাসুদ রানা তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী লিপু মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আহসান উল্লাহ, খবির উদ্দীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক শাহীন রেজা, সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর যুবলীগ সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক সোনাহার, ডিটু,পিন্টু, মিজান, ফারুক হোসেন, বুলবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এইচএম শামীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান।

এছাড়াও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময়সভায় মিলিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাইছার আহমেদ বাবলু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আলম হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, মাসুদ রানা তুহিন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।