ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকরের দাবিতে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহসভাপতি মিজানুর রহমান মিজু, এমদাদুল হক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু প্রমুখ। এ সময় বক্তরা বিদেশ থেকে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর ও দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। মানববন্ধন শেষে ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পাঠানোর জন্য তিন দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের হাতে তুলে দেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো-অবিলম্বে বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে হবে, অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং এ রায় কার্যকরের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। মানববন্ধনে ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, আতাউর রহমান, রবিউল ইসলাম পলাশ, নোমান, আরাফাতসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।