ফেনসিডিল ও টনি পিকাপসহ শরীয়তপুরের সজীব আটক

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফেনসিডিল বোঝাই ট্রাকসহ শরিয়তপুর জেলার সজিব হোসেনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে থেকে ফেনসিডিল বোঝাই ট্রাকটি আটক করা হয়।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস জানান,আমের চারা নিয়ে একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৭১১৯) ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রাকটিতে জীবননগর থেকে আমের চারার সাথে বিশেষ কায়দায় ফেনসিডিল সাজানো হয়েছে মর্মে আমাদের কাছে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে ট্রাকটি তল্লাশি করে। এ সময় বস্তায় ভরা ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকচালক সজিব হোসেনকে। আটক সজিব হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার তেড়েনকান্দী গ্রামে। তার পিতার নাম আয়ুব আলী। পরে গোয়েন্দা পুলিশ আটক সজিবের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছে।