প্রতিপক্ষ বিদ্রোহী গোষ্ঠীর ৫০ জনকে হত্যা করেছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় ইসলামিক স্টেটের (আইএস) বিশেষ বাহিনী প্রতিপক্ষ গোষ্ঠীর ৫০ বিদ্রোহীকে হত্যা করেছে। অপরদিকে গতকাল বুধবার একটি বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের একটি অজ্ঞাত স্থানে চার মিনিটের এই ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, আদিবাসী সম্প্রদায়ের ১০ বন্দীকে আইএস সদস্যরা টেনেহিঁচড়ে একটি মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে। চোখ বাঁধা অবস্থাতেই তাদের একটি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর শিরশ্ছেদ নয়, বোমা মেরে উড়িয়ে দেয়া হয় ওই ১০ জনকে। আফগান তালেবানের দাবি, তালেবান বা আফগান সরকারের সাথে যোগাযোগ রাখায় ওই ১০ জনকে অপহরণ করে আইএস। আর শাস্তি হিসেবে তাদের এভাবেই মৃত্যুদণ্ড দেয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তালেবান জানায়, যাদের হত্যা করা হয়েছে তারা নিষ্পাপ ও সাধারণ নাগরিক। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে অনলাইনে দেয়া এক বিবৃতিতে দাবি করেছে আইএস। আঙ্গিমাসিউন নামে পরিচিত আইএস’র এই বিশেষ বাহিনী প্রতিপক্ষ শুয়াইতাত গোত্রের ৫০ জনকে হত্যা করে। আলেপ্পোর উত্তরাঞ্চলে মারে শহরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আইএস আরো জানিয়েছে, সংগঠনটির বিশেষ এই বাহিনী তথাকথিত সোয়াত গোষ্ঠীর ওপরও হামলা চালিয়েছে। এ গোষ্ঠীটি আইএসবিরোধী বলে পরিচিত। সিরিয়ার উত্তরাঞ্চলে মারে শহরটি বিদ্রোহীদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক সীমান্তের কাছের এই শহরটি দখলের জন্য আইএস যোদ্ধারা তাই মাসের পর মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিলো।

Leave a comment