প্রকৌশলীকে মারধর করলেন এমপি বদি

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের আলোচিত-সমালোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির হাতে প্রহৃত হলেন উখিয়া উপজেলার প্রকৌশলী মোস্তফা মিনহাজ। বুধবার সকালে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যোগ দিতে দেরি করায় প্রকৌশলী মিনহাজের কক্ষে গিয়ে তাকে গালিগালাজ করে মারধর করেন এমপি বদি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত থাকা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে এমপি বদির মারধরের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, বুধবার সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা ছিলো। সভায় সময়মত সবাই উপস্থিত হলেও উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ যোগ দিতে একটু দেরি করছিলেন। পরে তাকে দ্রুত সভায় উপস্থিত হতে খবর পাঠান এমপি বদি। এরপরও দেরি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাসকে সাথে নিয়ে প্রকৌশলী মিনহাজের কক্ষে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তাকে মারধর করেন তিনি। এ সময় অন্যরা এসে এমপি বদিকে থামান এবং সেখান থেকে তাকে সভা কক্ষে নিয়ে যান।

Leave a comment