দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্টোর রুমের ভেন্টিলেটার ভেঙে ওষুধ চুরি : মামলা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্টোর রুমের ভেন্টিলিটার ভেঙে ১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট’র মধ্যে ওই চুরির ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারসূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে স্টোরকিপার মশিউর স্টোর রুমের তালা সিলগালা করে অফিস ত্যাগ করেন। শুক্র ও শনিবার অফিস ছুটি থাকায় ওই দু দিন কেউ অফিসে যাননি। গত ৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই অফিসে নিয়োজিত দুজন আনসার-ভিডিপি সদস্য আয়ুব আলী ও জাকির হোসেন মোবাইলফোনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান স্টোররুমের পেছনের গ্রিল কাটা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আমি কর্তব্যরত আনসার সদস্যদের মাধমে বিষয়টি জানতে পারি এবং পরদিন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। সিলগালাকৃত স্টোররুমের তালা খুলে স্টোররুমে প্রবেশ করে তদন্ত কমিটি স্টোরের মজুদ বহি (আইসিআর) চেক করে। মজুদ বহি চেক করে দেখা যায় স্টোর রুম থেকে ৬ পদের প্রায় ১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ চুরি হয়ে গেছে। তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকলাপনা সহকারী (স্টোর) মশিউর রহমান ও উপজেলা পরিবার পরিকলাপনা সহকারী (সাধারণ) মো. রেজাউল হক।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তপূর্বক চুরির সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Leave a comment