জীবননগরে যুবলীগের প্রস্তুতিসভা

 

জীবননগর ব্যুরো: পনের আগষ্ট জাতীয় শোক দিবস পালনে গতকাল বুধবার জীবননগরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের অপর একটি গ্রুপ এ প্রস্তুতিসভার আয়োজন করে। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। সকালে শহরের খাঁন মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় জীবননগরে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের পক্ষ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাজ্জাদ বিশ্বাস, শফিকুল ইসলাম নান্নু, খলিলুর রহমান, রাশেদিন, মোমিন উদ্দিন, আব্দুর রশিদ, আদর আলী, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, জিয়াউর রহমান, মিজানুর রহমান, চুন্নু, সবদুল ইসলাম ও মন্টু মিয়া। সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগ মুক্তি কামনায় মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a comment