কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মরা ছাগলের মাংস বিক্রেতা ইরান আলীকে (২৬) কারাদণ্ড দিয়েছেন। সে দৌলতপুর উপজেলার পঁচাভিটা গ্রামের মুরাদ সরদারের ছেলে।
জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে মরা ছাগল জবাই করে মাংস বাজারে বিক্রির সময় তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারক গবাদি পশু জবাই (নিষিদ্ধ) এবং মাংস নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৫৭ এর ৫ ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. উজ্জ্বল হোসাইন, এসআই সোলাইমান আহমেদ, এসআই ওসমান গণি প্রমুখ।