কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্ড না পাওয়ায় মামলা : পরীক্ষা স্থগিত

দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী গত বছরের ১১ আগস্ট অবসরগ্রহণ করেন। ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার। গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবুল বাসার প্রধান শিক্ষক প্রার্থী হওয়ায় কিছুদিন দায়িত্ব পালনের পর অনিয়মতান্ত্রিকভাবে জুনিয়র শিক্ষক মিজানুর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয় কমিটির পক্ষ থেকে।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্র“য়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলেন প্রধান শিক্ষক প্রার্থী আলাউদ্দিন। এ অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরে ২য় বারের মতো গত ২৫ মার্চ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষার নির্ধারিত দিন ছিলো আজ ১৩ আগস্ট। এ পরীক্ষার ইন্টারভিউ কার্ড না পাওয়ায় গত ১১ আগস্ট দামুড়হুদা সহকারী জজ আদালতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচাই কমিটির সভাপতি শহিদুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজির প্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রধান শিক্ষক প্রার্থী আলাউদ্দিন। গতকাল বুধবার নিয়োগ পরীক্ষা অস্থায়ী স্থগিতাদেশের জন্য আবেদন করেন আলাউদ্দিন। আবেদনের প্রেক্ষিতে গতকালই দামুড়হুদা সহকারী জজ আদালত নিয়োগ পরীক্ষা সাময়িক বন্ধের আদেশ দেন।