ইবির ৩ শিক্ষককে আদালতের কারণ দর্শানো নোটিশ

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যানর্বাহী পরিষদ নির্বাচনের পর ভোট পুনরায় কেন গণনা করা হবে না এবং নতুন কমিটিকে দায়িত্ব গ্রহণ করাকে কেন বারিত করবে না তা জানতে চাওয়া হয়েছে। গতকাল বুধবার শুনানি শেষে কুষ্টিয়া সহকারী জজ মো. হাবিবুর রহমান এ আদেশ দেন। জবাব দানের জন্য ১০ দিনের সময় বেধে দিয়েছেন আদালত।

কারণ দর্শানো নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত। শিক্ষকদের একাংশের অভিযোগ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন সত্ত্বেও এই তিন শিক্ষক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনী ফল ঘোষণা শেষে দেখা যায়, তিন শিক্ষকের দুজনই নির্বাচনে জয়লাভ করেছেন। শিক্ষকদের অভিযোগ- নির্বাচনী কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করে প্রার্থী হয়ে নির্বাচনে ফলাফলকে প্রভাবিত করেছেন। নির্বাচনী পর্যবেক্ষক সহকারী অধ্যাপক রুহুল আমিনের অভিযোগ, নির্বাচনে বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করা গেছে। নিয়ম লঙ্ঘন করে ভোট গণনা করা হয়েছে এবং জালিয়াতির আশ্রয় দেয়া হয়েছে। পর্যবেক্ষকের কাছ থেকে এমন বিবৃতি পাওয়ার পর শিক্ষকদের একাংশ পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আসছেন।

Leave a comment