২০২০ সালের মধ্যে ভারত দখল করবে আইএস

মাথাভাঙ্গা মনিটর: ২০২০ সালের মধ্যে ভারতসহ বিশ্বের বিশাল অংশ দখলে আনার পরিকল্পনা জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এর একটি মানচিত্রও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠীটি। সাংবাদিক এন্ড্রু হোসকেনের এম্পায়ার অব ফেয়ার, ইনসাইড দ্য ইসলামিক স্টেট শীর্ষক নতুন একটি বইয়ে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে আইএস ভারতীয় উপমহাদেশের অধিকাংশ দখলে নেয়াসহ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের বেশকিছু জায়গা দখল করার পরিকল্পনা করেছে। আইএস এর শরিয়া আইনের এ নতুন রাষ্ট্র বা খিলাফত প্রতিষ্ঠার পরিকল্পনার আওতায় রয়েছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যেই  ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ রয়েছে। শুধু তাই নয়, মানচিত্রে ওই জায়গাগুলোর নামকরণও আইএস ইতোমধ্যেই করে ফেলেছে। ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে খুরাসান। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের নাম আরবি ভাষায় একসাথে দেয়া হয়েছে আন্দালুস। বিভিন্ন খবরে বলা হয়েছে, আইএস’র রয়েছে ৫০ হাজার সদস্য। নগদ অর্থ এবং সম্পদ আছে প্রায় ২শ কোটি পাউন্ডের। একই সাথে ইরাক ও সিরিয়ার গ্যাস ও তেলক্ষেত্রগুলোও আছে তাদের দখলে।

Leave a comment