সারাদেশে শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

 

গাংনী প্রতিনিধি: খুলনার রাকিব, সিলেটের রাজনসহ সারাদেশে শিশু হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলায় মানববন্ধন করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গাংনী বড়বাজার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন করে। মানববন্ধনে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফুলকুড়ি শিশু শিক্ষালয়সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যশোর এরিয়ার সমন্বয়ক খোরশেদ আলম, সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, গাংনী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ফজলুল হক সেন্টু, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাংনী প্রেসক্লাব সভাপতি প্রভাষক রমজান আলী, গাংনী প্রিক্যাডেট অ্যান্ড জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, নারীনেত্রী আনজিরা বেগম, ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ের ছাত্রী মোহনা, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জোবাইদা আক্তার ও সুজনের সদস্য আজিজুল হক রানু প্রমুখ।