মেহেরপুরের মুজিবনগর সরস্বতী খালের বাঁধ অপসারণ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে সরস্বতী খালের অবৈধ বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় খালের ৮টি বাঁধ অপসারণ ও দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অরুণ কুমার মণ্ডল জানান, ভারত থেকে বয়ে আসা মুজিবনগর উপজেলার মানিকনগর, নাজিরাকোনা, ভবেরপাড়া ও বাগোয়ান গ্রামের ওপর দিয়ে সরস্বতী খালটি বয়ে গিয়ে ভৈরব নদে মিলিত হয়েছে। বেশ কিছু দিন ধরে দখলদাররা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছচাষ করে আসছে। এতে ভাঙনের কবলে পড়েছে খালের দু পাড়া। ফলে দুপুর থেকে অবৈধ বাঁধ অপসারণের লক্ষ্যে এ খালে অভিযান চালানো হয়। এ সময় মানিকনগর, নাজিরাকোনা ও ভবেরপাড়ার কিছু অংশে ৮টি বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা হয় দেড় হাজার মিটার কারেন্ট জাল। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। আগামীকাল ওই খালের ভবেরপাড়ার কিছু অংশ ও বাগোয়ান গ্রামের বাঁধ অপসারণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও এসআই টিপু সুলতান।