স্টাফ রিপোর্টার: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র হুসাইন ও তার পিতা সারু মোল্লাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ বুধবার ধর্ষণের শিকার ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। তাকে গতপরশু রাত থেকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।
ধর্ষণ করলো সপ্তম শ্রেণির ছাত্র, মামলায় তার পিতাকে জড়ানো হলো কেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে মামলার বাদী পক্ষের অভিমত, ছেলেকে ধরতেই পিতাকে আসামি করা হয়েছে। শিশু ধর্ষণ মামলায় পিতা-পুত্রকে আসামি করা মানে তো মামলার বারোটা বাজিয়ে দেয়া! কেউ কেউ এ মন্তব্য করতেই মামলার বাদী বলেন, যেটা বুঝেছি সেটাই করেছি।
উল্লেখ্য, গতপরশু রাতে চুয়াডাঙ্গা দামুড়হুদার কলাবাড়ি মাঠপাড়ার প্রবাসীর শিশুকন্যাকে সদর হাসপাতালে নেয়া হয়। ভর্তি করা হয়। তাকে পরশু সন্ধ্যায় প্রতিবেশী সারু মোল্লার ছেলে হুসাইন ধর্ষণ করে বলে জানান শিশুর সাথে থাকা তার মাসহ নিকটজনেরা। গতকাল দায়ের করেন মামলা।