টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে অর্থবাণিজ্য)

 

টাকায় নাকি ছা তোলে রোজ

থাকলে টাকা কাছে,

হুর পরীরা সকাল-বিকেল

গা দুলিয়ে নাচে।

 

অফিস বাবুর পুঁচকে টাকা

ছা তোলে না তাতে,

কিন্তু টাকা তবিল ঘুরে

হল্লাতে বেশ মাতে।

 

এসব টাকা মারা টাকা

বলতে পারেন হাতানো,

সই-স্বাক্ষর জাল করা সব

অফিস বাবুর পাতানো।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment