ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজারে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আহম্মেদ মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে যাবদপুর গ্রামের সনজের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ফিরোজ নিজের ক্ষেতের সবজি নিয়ে চড়িয়ারবিল বাজারে যাচ্ছিলো। গ্রাম্য রাস্তা থেকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উঠলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় সে ছুটে গিয়ে ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment