চুয়াডাঙ্গার কাথুলী গ্রামে সর্প দংশনে গৃহবধূর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: সর্প দংশনে চুয়াডাঙ্গা কাথুলীর গৃহবধূ হালিমা খাতুন মারা গেছেন। দীর্ঘক্ষণ কবিরাজের ঝাড়ফুঁকের কারণে হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে এলাকাসূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হালিমা খাতুন মারা যান।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৩৫) স্বামী-স্ত্রী মিলে সোমবার রাতে ঘরের মেঝেয় ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে একটি বিষধর সাপ হালিমা বেগমের পায়ে দংশন করে। ওই রাতেই ঘটনাস্থল থেকে বিষধর সাপটিকে মেরে ফেলা হয়। হালিমা খাতুনকে নেয়া হয় পার্শ্ববর্তী কুলচারা গ্রামের এক ভণ্ড কবিরাজের কাছে। ওই কবিরাজ রাতভর ঝাড়ফুঁক করেন। সকালে হালিমা খাতুন নেতিয়ে পড়লে কবিরাজ তাকে হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে ভর্তির পর গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হালিম খাতুন মারা যান।