গাংনী প্রতিনিধি: মাদক সেবন ও রাখার দায়ে মেহেরপুর গাংনীতে তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- হাড়াভাঙ্গা গ্রামের সদর আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), কাজিপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে হোসেন আলী (২০) ও আনোয়ার হোসেনের ছেলে আল মামুন (২১)। গতকালই তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গাংনী থানাসূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বালিয়াঘাট গ্রাম থেকে ১০ গ্রাম গাঁজসহ জিয়াউর রহমানকে গ্রেফতার করে পীরতলা ক্যাম্প পুলিশ। এছাড়া কাজিপুর কলেজ প্রাঙ্গণে পীরতলা পুলিশ ক্যাম্পর এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে আল মামুন ও হোসেন আলীকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। দুজনই গাঁজা সেবন করছিলো। গতকাল সকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।