এমএইচ১৭ বিধ্বস্তস্থলে রুশ ক্ষেপণাস্ত্রের টুকরো

মাথাভাঙ্গা মনিটর: পূর্ব ইউক্রেইনে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী এমএইচ১৭ বিমান বিধ্বস্তের জায়গাটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে বলেই ধারণা প্রকাশ করেছেন নেদারল্যান্ডের তদন্তকারীরা। ঘটনাস্থলে তদন্ত চালিয়ে তদন্তকারীরা এই প্রথম এমন কিছু টুকরো পাওয়ার কথা বললেন, যা রাশিয়ায় তৈরি ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য বাক ক্ষেপণাস্ত্রের টুকরো বলেই মানছেন তারা। তবে বিমান বিধ্বস্তের ঘটনার সাথে এ ক্ষেপণাস্ত্রের যোগ থাকার কোনো প্রমাণ এখনো তদন্তকারীরা পাননি। গত বছর জুলাইয়ে পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়  বিধ্বস্ত হয় এমএইচ১৭ ফ্লাইট। বিমানটির ২৯৮ আরোহীর সবাই নিহত হন। ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বের অভিযোগ ছিলো, পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরাই রাশিয়ার সরবরাহ করা বাক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটিকে ভূপাতিত করেছে। কিন্তু রাশিয়া এবং ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরা বরাবরই এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

Leave a comment