মাথাভাঙ্গা মনিটর: পূর্ব ইরাকে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এসব হামলা চালানো হয়। বাকুবার কাছেই একটি বাজারে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হন, আহত হন আরও ৭০ জনেরও বেশি। শহরের পূর্বদিকের একটি তল্লাশি চৌকিতে দ্বিতীয় আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে আরও সাতজন নিহত হন, আহত হন প্রায় ২৫ জন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো কেউ। তবে হামলার ধরনগুলোর সাথে আইএস’র চালানো আগের হামলাগুলোর মিল আছে। বেসামরিক লোকজনের ওপর হামলার জন্য আইএস সাধারণত বাজার এলাকাকেই বেছে নেয়, আর নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য সামরিক তল্লাশি চৌকি। গত মাসে প্রদেশটির একটি বাজারে রমজান শেষে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর চালানো আইএস’র এক গাড়িবোমা হামলায় ১১৫ জন নিহত হয়েছিলেন। এ হামলার পর দিয়ালাজুড়ে, বিশেষ করে বাকুবা ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো।