স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবদুর রব (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতপরশু রোববার রাত পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বাঁশবাগানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত রব ডাকাতদলের সদস্য ছিলেন। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় একটি ও কালুখালী থানায় একটি এবং কুষ্টিয়ার কুমারখালী থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে একটি মামলাসহ মোট তিনটি মামলা আছে। রবের বাড়ি পাংশার ফলিমারা গ্রামে। পাংশা থানা পুলিশ বলেছে, আবদুর রবকে তার ফলিমারা গ্রামের বাড়ি থেকে রোববার রাতে পৌনে ১১টার দিকে আটক করে। রাত পৌনে একটার দিকে তাকে নিয়ে পাশের গ্রাম গোপালপুরে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় রবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে রব আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।