তুরস্কে সিরিজ হামলা : মার্কিন কনস্যুলেটে গুলি

মাথাভাঙ্গা মনিটর: তুরস্কে  নিরাপত্তাবাহিনীর ওপর দফায় দফায় হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ওদিকে ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেটেও গুলির ঘটনা ঘটেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ইস্তাম্বুলে হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত ৫ জন নিহত হয়েছে। শিরনাক প্রদেশের একটি সড়কে বোমা হামলায় নিহত হয় ৪ পুলিশ কর্মকর্তা। এর পরপরই একটি সামরিক হেলিকপ্টারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় এক সেনা। ইস্তাম্বুলে পুলিশ স্টেশনে আরেকটি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে তিন পুলিশ কর্মকর্তা, আহত হয়েছে ১০ জন। ইস্তাম্বুলে হামলার শিকার হয়েছে মার্কিন কনস্যুলেটও। কনস্যুলেটের সামনে গুলি চালায় দু নারী হামলাকারী। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত মার্কিন কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে ট্যুইটারে। তুরস্ক সরকারের এক কর্মকর্তা বলেছেন, কট্টর মার্ক্সবাদী দল দ্য রেভল্যুশনারি পিপলস লিবারেশন ফ্রন্ট (ডিএইচকেপি-সি) কনস্যুলেটে হামলার নেপথ্যে রয়েছে। এ দলটি ২০১৩ সালে রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলার দায় স্বীকার করেছিলো। ইস্তাম্বুলের গভর্নর এক বিবৃতিতে বলেছেন, সোমবারের হামলাকারীদের মধ্যে আহত একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি রাইফেল এবং অন্যান্য অস্ত্র।

Leave a comment