মুজিবনগরের ভৈরবে নৌকাডুবিতে নিখোঁজ : ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার তৎপরতা
মুজিবননগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর ভৈরব নদের কুঠিঘাটে নৌকা ডুবে নিখোঁজ দু স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি বিল্লাল হোসেন ঘাটের অদূরে নদের তলদেশ থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।
তারা রসিকপুর গ্রামের হাশেম আলীর মেয়ে ববিতা খাতুন ও একই গ্রামের হাবু আলীর মেয়ে তানিয়া খাতুন। দুজনই ছিলো বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত রোববার দুপুর আটাইটার দিকে স্কুল থেকে বাড়ির ফেরার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে।
মুজিবনগর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, খুলনা থেকে আনা ডুবুরি গতরাত সাড়ে দশটার দিকে উদ্ধার অভিযান বন্ধ করেন। গতকাল সোমবার সকাল থেকে ডুবুরিরা আবারো উদ্ধার কাজ শুরু করেন। এর কিছুক্ষণ পরে ঘাটের প্রায় ৫০ গজ পূর্বদিকে নদের তলদেশ থেকে ববিতা ও তানিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নৌকা ডুবির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে দু ছাত্রীর মর্মান্তিক অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারে চলছে শোকের মাতম। দুপুর ১২টায় বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে তাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ওসি কাজী আব্দুস সালেক, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাম রসুল, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ গ্রামের অনেকে উপস্থিত ছিলেন। এর আগে লাশ বিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছুলে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বেলা একটার দিকে রসিকপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে লাশ দাফন করা হয়। তাদের দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল উভয় পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, গত রোববার স্কুল ছুটির পর বেলা আড়াইটার দিকে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮ জন ছাত্রছাত্রী রসিকপুর গ্রামের নিজ নিজ বাড়ি ফেরার জন্য ভৈরব নদের ঘাট পার হওয়ার জন্য নৌকায় ওঠে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মাঝ নদে নৌকাটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হয় ওই দু ছাত্রী। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ৪ স্কুলছাত্রীকে। তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি পাঠানো হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস দল ব্যর্থ হলে খুলনায় ডুবুরিদের সহযোগিতা কামনা করা হয়। গতকাল সন্ধ্যায় দুজন ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করেছিলেন। খবর পেরে ওই দিন বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারক করেন ও শোকাহত পরিবারে সান্ত্বনা জানান।