টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে মুম্বাই ও নাগপুরে না খেলানোর সিদ্ধান্ত

 

মাথাভাঙ্গা মনিটর: আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে মুম্বাই ও নাগপুরে পাকিস্তানকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিরাপত্তার কারণে এ দুটি ভেন্যুতে পাকিস্তানের কোনো ম্যাচ না রাখার কথা জানিয়েছে সংস্থাটি। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা খেলার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন বিবেচনা থেকে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। মহারাষ্ট্র প্রাদেশিক সরকারের সাথেও এ নিয়ে আলোচনা করেছে বিসিসিআই। টুর্নামেন্টের অপর ভেন্যুগুলো হচ্ছে কোলকাতা, ধর্মশালা, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালি।

বিসিসিআই’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর মহারাষ্ট্র সরকারের সাথে পাকিস্তানের খেলার ভেন্যু নিয়ে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাদেশিক সরকার সেখানে পাকিস্তানের কোনো ম্যাচ না রাখার পরামর্শ দিয়েছে। এমনটা হলে আগামী বছর উভয় দেশের পরিস্থিতি কি হবে আমরা জানি না, তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।