চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিন যুবক আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ। গতরাত ৮টার দিকে গাঁজা সেবনের অভিযোগে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল খায়ের তাদেরকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেন (২২), তালতলা গ্রামের তারাচাঁদ মণ্ডলের ছেলে মোমিন (১৬) ও লালচাঁদ আলীর ছেলে জসিম (১৬) চুয়াডাঙ্গা সদর হাপাতালের ছাউনিতে বসে গাঁজা সেবন করছিলো। চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল খায়ের টহলে থাকা অবস্থায় তাদেরকে আটক করেন। পরে সদর থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment